![]() |
মোশাররফ করিম বাংলা নাটকের বস এবং সারা জাগানো জনপ্রিয় অভিনেতা |
মোশাররফ করিম বাংলা নাটকের বস এবং সারা জাগানো জনপ্রিয় অভিনেতা
নাম:- কে এম মোশাররফ করিম
জন্ম স্থান:- বরিশাল, বাংলাদেশ
জন্ম তারিখ:- ২২ আগস্ট ১৯৭১ সাল
কর্মজীবন:- ১৯৯৯ থেকে বর্তমান পর্যন্ত
পেশা:- অভিনেতা
পুরস্কার:- মেরিল- প্রথম আলো পুরস্কার
দাম্পত্য সাথী:- রোবেনা রেজা জুঁই ( টিভি অভিনেত্রী )
জাতীয়তা:- বাংলাদেশী
নাগরিকত্ব:- বাংলাদেশ
সন্তান:- রোবেন রায়ান করিম
মোশাররফ করিমের প্রথম জীবন
মোশাররফ করিমের পৈতৃক বাড়ি বরিশালে অবস্থিত। তিনি জন্মগ্রহণ করেন ঢাকায় ২২ আগস্ট ১৯৭১ সালে। মোশাররফ করিমের স্কুল থিয়েটারে তার অভিনয়ে দক্ষতা জন্মায়। তিনি মাধ্যমিক পাশ করেন ১৯৮৬ সালে। সেই থেকে মোশাররফ করিমের ভালবাসা জন্মায় অভিনয়ের প্রতি এবং তিনি যোগদান করেন তারিক আনাম খানের নাট্যকেন্দ্র মঞ্চদলে। এখনো মোশাররফ করিম সদস্য এই নাট্যদলের। তিনি একজন অসাধারণ অভিনেতা এবং তার অভিনয় সবাইকে মুগ্ধ করে।
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের অভিনয় জীবন
অতিথি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মোশাররফ করিমের টেলিভিশনে অভিনয় যাত্রা শুরু করেন ১৯৯৯ সালে। অতিথি নাটকটি পরিচালনা করেন ফেরদৌস হাসান। নাটকে তিনি নিয়মিত হন ২০০৪ সাল থেকে এ সালে মোশররফ দুটি নাটকে অভিনয় করেন। মোশররফ করিম এরপর থেকে ধারাবাহিক এবং বিভিন্ন নাটক ও টেলিফিল্মে অভিনয় শুরু করেন। মোশাররফ করিম বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেন এবং চলচ্চিত্র গুলি বেশ প্রশংসা কুড়িয়েছে। তার চলচ্চিত্র সমূহ- জয়যাত্রা (২০০৪), রুপকথার গল্প (২০০৬), দারুচিনি দ্বীপ (২০০৭), থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), প্রজাপতি (২০১১), টেলিভিশন (২০১৩), জালালের গল্প (২০১৫), অজ্ঞাতনামা (২০১৬), হালদা (২০১৭), কমলা রকেট (২০১৮), দি ডিরেক্টর (২০১৯), ডিকশনারি (২০২১) । ডিকশনারি মোশাররফ করিমের টালিগঞ্জের প্রথম চলচ্চিত্র। সিনেমা গুলি দর্শকদের নিকট ব্যপক সারা ফেলেছে। তার দক্ষ অভিনয় দর্শক মনে জায়গা করে নিয়েছে। মোশাররফ অসংখ্য টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন । সে গুলি হল- দুই রুস্তম, অতিথি, ফ্লেক্সিলোড, আউট অফ নেটওয়ার্ক, সিরিয়াস কথার পরের কথা, কিংকর্তব্যবিমূঢ়, সুখের অসুখ, জুয়া, বিহাইন্ড দ্যা সিন, সিটি লাইফ, ঝাল মুড়ি, কথা দিলাম তো, ক্যারাম প্রথম ও দ্বিতীয় পত্র, জর্দা জামাল, হাতেম আলি, সাদা গোলাপ, বউচি, আজকের দেবদাস, আমি হিমু হতে চাই, আবুল কবিরাজ, বনলতা সেন, চোর তিথি আর আমি, দেনমোহর, দেয়াল আলমারী, হাঁটা বাবা রিটার্ন, লস প্রজেক্ট, ল্যাইছ ফিতা, কালো ভ্রমর, দর্প হরন, নাটক শেষ ভালবাসা শুরু, ঠকবাজ, পল্টিবাজ, ঠুয়া, রঙ্গিন ফানুস, শূন্যতায় বোনা ঘর, ভায়োলিন, তৃতীয় পক্ষ, মেঘ বন্ধু, বারাবারি, বন্ধু আমরা তিনজন, ঢেউ পোলাও ডট কম, মানিব্যাগ, যমজ, শর্টকাট, ভেজাল, প্রিয় পারভিন, চাইছি তোমার বন্ধুত্ব, একটি ঘটনা অথবা দুর্ঘটনা, কবি বলেছেন, গরিবের বন্ধু, দেবদাস হতে চাই, মোবাইল কোর্ট, জিম্মি, চৌধুরী সাহেবের ফ্রী অফার, ফাউল, তালা, সপ্নে দেখা রাজকন্যা, মানি ইজ নো প্রবলেম, জুতা বাবা, ডাক্তার জামাই, ছেলে ধরার কল, ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর, উচ্চ মাধ্যমিক সমাধান, সত্য বালক, শোয়া বাবা, সিকান্দার বক্স এখন কক্সবাজারে, সিকান্দার বক্স এখন নিজ গ্রামে, কঠিন প্রেম, গরু চোর, দূরত্ব বজায় রাখুন, সেই রকম চা খোর, হাই প্রেসার, দ্যা নিউ হাতেম আলী, ফাঁদ ও বগার গল্প, চুপ! ভাই কিছু বলবে, তিনি একজন সৌভাগ্যবান, তালা পরা তালকালা বাবা, লাভ ইন বরিশাল, কাকতাড়ুুয়া, হাওয়াই মিঠাই, ভেলকি, পকেট মার, বিহাইন্ড দ্যা ট্র্যাপ, সেই রকম ঝালখোর, তিতা মিঠা মধুচন্দ্রিমা, প্রেম পাগল, লায়েক চাঁন দি গ্রেট, বন্ধু এবং ভালবাসা, তিন বেকারের কর্মশালা, ভন্ড প্রেমিক, চান্স মাষ্টার, রতন ডাকাতের দেশটা, সেই রকম পানখোর, হিরার নেকলেস, ঘুম বাবু, শিক্ষা সফর, এনালগ ভালবাসা, তারা খান, দুষ্টু ছেলের দল, বোকা খোকা, হিটার, ঘাউরা মজিদ, মাফ করবেন প্লিজ, এভারেজ আসলাম ইজ নট এ ব্যাচালর, মাহিনের নীল তোয়ালে, সব চরিত্র কাল্পনিক নয়, প্যারা, শুধু মাত্র কোম্পানির প্রচারের স্বার্থে, সান্ত্বনা দে, ব্রেইন ওয়াশ, দশ হাজার এক টাকা, ৪২০, ঘর কুটুম, ভবের হাট, মামা ভাগ্নে, হাউসফুল, সাকিন সারিসুরি, আনন্দগ্রাম, মোখর শেখ, হাড় কিপটা, লড়াই, ঝামেলা আনলিমিটেড, মাইক, পড়শি বাড়ি, জামাই মেলা, ইউনিভার্সিটি, চাঁদের নিজের কোন আলো নেই, চাটাম ঘর ইত্যাদি বহু নাটকে অভিনয় করেন গুণি এই অভিনেতা। মোশররফ অভিনীত নাটক তুমুল জনপ্রিয়তা পায়।
মোশাররফ করিম বেশ কয়েকটি কাজের জন্য পুরস্কৃত হন। তিনি দেয়াল আলমারি নাটকের জন্য ২০০৮ সালে, জর্দ্দা জামাল ২০১২ সালে, সেই রকম চা খোর ২০১৩ সালে, হাউসফুল ২০০৯, চাদেঁর নিজস্ব কোন আলো নেই ২০১১, সিকান্দার বক্স এখন বিরাট মডেল ২০১৩, সেই রকম পান খোর ২০১৪, সিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকের জন্য ২০১৫ সালে মেরিল-প্রথম আলো শ্রেষ্ঠ টিভি অভিনয় শিল্পী পুরুষ পুরস্কার অর্জন করেন মোশররফ করিম। এছাড়াও জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পান পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে। দেশের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে বাংলা নাটকের বস মোশররফ করিম অন্যতম।
0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji